স্টাফ রিপোর্টার : সম্মান, কৃতজ্ঞতা আর ভালোবাসার আবেশে মুখরিত হয়ে ওঠে ফরিদপুরের বোয়ালমারী বার্তা কার্যালয়। শনিবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় বোয়ালমারী প্রেসক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ায় সংবর্ধিত হন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আমিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী খন্দকার আশরাফুল আলম মামুন। এসময় প্রেসক্লাবে নগদ ১ লাখ টাকা দেন তিনি।
ক্লাবের পক্ষ থেকে অতিথিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি কাজী আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আশরাফুল আলম মামুন বলেন, “এই সম্মান আমার জন্য এক বিশাল প্রাপ্তি। সাংবাদিকরা সমাজের আলোকবর্তিকা। তাদের পাশে থেকে এলাকার উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং সত্যের পথে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য আমীর চারু বাবলু। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতার ছোঁয়া—সংবর্ধনা ও শুভেচ্ছার উচ্ছ্বাসে সবাই মুগ্ধ হন।