প্রকাশিত : মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ , রাত ১১:২৭।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ , রাত ০৮:৫৪

বোয়ালমারীতে দুই মাদরাসার ছাত্রদের ১ মাসের খাবারের ব্যবস্থা করলেন খন্দকার আশরাফুল আলম মামুন


স্টাফ রিপোর্টার: বোয়ালমারীতে মানবতার সেবায় আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আরবিটি নিউজের সম্পাদক ও প্রকাশক এবং আমিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী খন্দকার আশরাফুল আলম মামুন।

তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম নূরে মদিনা মাদরাসা ও এতিমখানা এবং বাগুয়ান হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য এক মাসের খাবারের পূর্ণাঙ্গ ব্যবস্থা করেছেন।

মঙ্গলবার বিকেলে এই দুটি প্রতিষ্ঠানে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সোয়াবিন তেল, পেঁয়াজসহ প্রয়োজনীয় মুদি দ্রব্য এবং মুরগির মাংস।

এসময় নূরে মদিনা মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মহিদুল ইসলাম বলেন, “আমিনা মামুন ফাউন্ডেশনের এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য এক বিশাল সহায়তা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ খন্দকার আশরাফুল আলম মামুন ভাইকে আরও বেশি ক্ষমতা দিন যেন তিনি সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে পারেন।”

অন্যদিকে বাগুয়ান হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ বলেন, “আমিনা মামুন ফাউন্ডেশনের এই উদ্যোগ আমাদের মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে। এমন মানুষই সমাজকে বদলে দিতে পারেন।”

মানবতার সেবায় নিবেদিত এই উদ্যোক্তা খন্দকার আশরাফুল আলম মামুন বলেন,

“আমি সবসময় চেষ্টা করি, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, তা মানুষের কল্যাণে কাজে লাগাতে। সমাজের এই শিশুদের মুখে হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় পাওয়া।”