প্রকাশিত : শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ , সকাল ১০:০৮।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ , রাত ০৮:৪৭

ভাঙ্গায় পরিত্যক্ত লাগেজ থেকে ৩২ পেট্রোল বোমা উদ্ধার: লকডাউন ঘিরে বড় নাশকতার আশঙ্কা!


 স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় লকডাউনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার ছক ফেঁদেছিল একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্র—তাদের ফেলে যাওয়া পরিত্যক্ত লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ দাহ্য তরল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। খবর ছিল—সেখানে নাশকতার প্রস্তুতি চলছে।

অভিযান পরিচালনা করতে গিয়ে সড়কের পাশে পড়ে থাকা একটি সন্দেহজনক লাগেজ নজরে আসে। সেটি খুলতেই বেরিয়ে আসে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ অত্যন্ত দাহ্য তরল পদার্থ। প্রতিটি বোতলই হামলার উপযোগী করে প্রস্তুত করা হয়েছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের।

তবে অভিযানের আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশের ধারণা—আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচিকে ঘিরে এলাকায় নাশকতা ছড়ানোর উদ্দেশ্যে বোতলগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

ঘটনা নিয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন—“ফেলে যাওয়া লাগেজ ওপেন করে আমরা ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ তরল পাই। ঘটনাটি অত্যন্ত গুরুতর। কারা, কী উদ্দেশ্যে এগুলো রেখেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতা ঠেকাতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের মাঝেও ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে ঘটনাটি ঘিরে।