প্রকাশিত : শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ , সকাল ১০:১২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ , রাত ০৮:৫০

বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলার পর শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের বিক্ষোভ মিছিল


স্টাফ রিপোর্টার : ৭ নভেম্বর সিপাহী বিপ্লব ও সংহতি দিবসে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একে অপরের বিরুদ্ধে মামলা দায়েরের পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।


বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের নেতাকর্মীরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বোয়ালমারী পৌরসভার ডাকবাংলো রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


র‍্যালীতে উপস্থিত ছিলেন—বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, সদ্য বিলুপ্ত উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিমুদ্দিন মিয়া মিলু, সাবেক কাউন্সিলর শেখ আজিজুর হক, বিএনপি নেতা শাইন আনোয়ার প্রমুখ। এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।


বক্তারা অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম তার ‘চালিত সন্ত্রাসী বাহিনী’ ব্যবহার করে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের মোটরসাইকেলে আগুন দিয়েছে, কাজী হারুন শপিং কমপ্লেক্স ভাঙচুর করে হামলা চালিয়েছে এবং অনেককে গুরুতর আহত করেছে। তারা এই ঘটনার বিচার ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।