প্রকাশিত : শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ , সকাল ১০:১৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ , রাত ০৮:৫২

বোয়ালমারীতে সহিংসতা রোধে প্রশাসনের কড়া মনোভাব — দোকান ও পাম্পে খোলা জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ


স্টাফ রিপোর্টার: স্থানীয় প্রশাসন ১৩ নভেম্বর থেকে শহরে সম্ভাব্য সহিংসতা রোধে তৎপরতা বাড়িয়েছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগের ডাকা শাটডাউনকে কেন্দ্র করে উত্তেজনা প্রতিহত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৌরসভার বিভিন্ন জ্বালানী দোকান ও পেট্রোল পাম্পে খোলা কিংবা বোতলজাত করে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন পাম্প ও দোকানে গিয়ে এই নির্দেশনা দেন এবং দোকান-মালিকদের সচেতন করে বলেন— “সরকারের নির্দেশনা মানতে হবে; তেল উদ্ধার বা বোতলজাত বিক্রয় বন্ধ রাখতে হবে; জনজীবন ও সম্পদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।” প্রশাসনের পাশাপাশি পুলিশ ও এসিল্যান্ডে মোতায়েন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাকি ফিলিং স্টেশনের কর্মচারী মধুসুদন সাহা বলেন, “পুলিশ ও এসিল্যান্ড এসে স্পষ্টভাবে বলেছে খোলা তেল বিক্রি করা যাবে না। আমরা সরকারি আদেশ মেনে চলব।”

প্রশাসন ইঙ্গিত দেয় যে, শহরের নিরাপত্তা প্রাধান্য দিয়ে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকা ও গুজব থেকে বিরত থাকতে বলা হয়েছে; কেউ অস্থিতিশীল করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে বলেছে, শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা তাদের প্রধান লক্ষ্য। জনগণকে অনুরোধ করা হচ্ছে দুর্বৃত্ততার প্ররোচনায় না ভোগার জন্য এবং পরিস্থিতি সম্পর্কে তথ্য পেলে কর্তৃপক্ষকে জানানোর জন্য।