খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে মহালছড়ির মাইসছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তৃণমূল উন্নয়ন সংস্থা কর্তৃক গঠিত নাগরিক প্লাটফর্মের সদস্য হেডম্যান স্বদেশ প্রীতি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইসছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদা বেগম ও স্থানীয় কার্বারী ক্যজরী মারমা।
আস্থা ইয়ুথ গ্রুপের সদস্য কাওসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থা–আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম তুলে ধরেন। এ সময় আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট কাপিরি চাকমা, মহালছড়ি ইয়ুথ গ্রুপের আহ্বায়ক মো. শাকিল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে টানানো বিভিন্ন পোস্টারে ‘নির্বাচন ভোটাধিকার মুক্তপাক, বাংলাদেশ এগিয়ে যাক’, ‘টাকার বিনিময়ে ভোট দেওয়া মানে দুর্নীতির বীজ বপন করা’, ‘নারী কিংবা পুরুষ নয়, ভোটার আমার পরিচয়’—এ ধরনের সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়।
আলোচনা সভার শুরুতে ঐতিহ্যবাহী ত্রিপুরা জনগোষ্ঠীর জনপ্রিয় নৃত্য ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি পাঁচ সদস্যের একটি দল ভোটাধিকার ও নাগরিক দায়িত্ববিষয়ক সচেতনতা নাটিকা পরিবেশন করে, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠান শেষে প্রথমবারের ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার বিষয়ে বাস্তব ধারণা দিতে মক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ি পার্বত্য জেলার নয়টি উপজেলায় ‘আস্থা’ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যবিশিষ্ট ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।