বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নলিনী রঞ্জন মহাশ্মশানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কালিপূজা উদযাপিত হয়েছে। শুক্রবার ও শনিবার—দুই দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পূজা সম্পন্ন হয়।
বোয়ালমারী পৌরসভার রায়পুর দক্ষিণ কামারগ্রামে অবস্থিত নলিনী রঞ্জন মহাশ্মশানে কালিপূজা উপলক্ষে বসে ঐতিহ্যবাহী মেলা। পূজা ও মেলা ঘিরে এলাকার মানুষের মধ্যে বিরাজ করে আনন্দ ও উৎসাহ।
কালিপূজা উপলক্ষে ভক্তবৃন্দদের সঙ্গে কুশল বিনিময় করেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। একই দিনে উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া (ঝুনু মিয়া) পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক খোঁজখবর নেন।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক তদারকির কথা জানিয়ে সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী বলেন, পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় তার ভাই সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হকও উপস্থিত ছিলেন।
কালিপূজা উপলক্ষে শ্মশানঘাট এলাকায় বিভিন্ন ধরনের দোকানপাট বসে। মেলা ঘিরে গান-বাজনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে এলাকায় সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।