প্রকাশিত : মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৭:০১।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৫০

ফরিদপুরে শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন


ফরিদপুর জেলা প্রতিনিধি জাতীয় যুবশক্তি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মহান  বিজয় দিবস উপলক্ষে শহীদের স্বরনে    শ্রদ্ধা নিবেদন করেছেন ‌ জাতীয় যুবশক্তি ফরিদপুর জেলা কমিটি। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ‌ মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর  শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ শহীদ স্মৃতি ফলকে জাতীয় যুবশক্তি ফরিদপুর জেলা কমিটির আহবায়ক জুনায়েদ মাহমুদের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা অর্পন করা হয়। 

এ সময় জুনায়েদ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে  সংক্ষিপ্ত এক আলোচনায় বলেন " যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ  স্বাধীন দেশে বসবাস করতে পারছি, তাদের উদ্দেশ্যে আমাদের এই তারুণ্যময় নতুন দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে পারে আমি সত্যিই গর্ববোধ করছি। "

তিনি আরো বলেন," বিগত ফ্যাসিস্ট  আমলে আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারিনি। স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও একটি দল সাধারণ মানুষকে  দীর্ঘদিন পরাধীনতার জালে আবদ্ধ করে রেখেছিল।  আশা করি খুব দ্রুতই এ দেশের জনগণ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সম্পূর্ণ সুযোগ-সুবিধা এবং জনগণের মৌলিক ও যৌক্তিক  অধিকার নিয়ে বসবাস করতে পারবে। "

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব  সাইম হোসেন, সিনিয়র যুগ্ন সদস্য সচিব রহুল আমিন,যুগ্ন আহবায়ক  সোহেল সরদার প্রমুখ।