প্রকাশিত : বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৫:৪২।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ জানুয়ারী ২০২৬ , রাত ১২:০৭

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের মানববন্ধন


আলফাডাঙ্গা প্রতিনিধি : জেলার আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্লা সাত বছরের ছোট্ট শিশু জায়ানকে ২০ নভেম্বর জায়ানের লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে যায় হত্যাকারীরা, আলফাডাঙ্গা থানা পুলিশ শিশুর ঝুলন্ত  লাশ উদ্ধার করে,  আজ হত্যার ২৭ দিন হলেও হত্যাকারীর বিচার পায়নি জায়ানের পরিবার । 

জায়ান হত্যার হত্যা কারী সনাক্ত ও বিচারের দাবিতে আজ ৫ম বারের মানববন্ধন করেন জায়ানের পরিবার ও এলাকাবাসী ।

শিশু জায়ানের মা সিনথিয়া বেগম বলেন- আর কত মানববন্ধন করতে হবে হত্যা কারীর বিচার পেতে,  আমার ছোট্ট জায়ানের কি অপরাধ ছিল, ওরা আমার জায়ান কে কেন হত্যা করলো, আমার জায়ানের হত্যাকারীকে কেন পুলিশ খুঁজে পাচ্ছে না, আমি দেশের সরকারের প্রতি আকুতি জানায়, আপনারা আমার জায়ানের হত্যাকারীকে ধরুন, কঠিন থেকে কঠিন শাস্তি দিন।