প্রকাশিত : রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৪:১৯।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৫০

আলফাডাঙ্গায় শরীফ ওসমান হাদী'র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল


আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় এনসিপি ও ইসলামি সমমনা দলের উদ্যোগে আজ ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র শরীফ ওসমান হাদী'র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আলফাডাঙ্গা উপজেলা শাখার প্রধান সমন্বয় মাওলানা তামিম আহমেদ মিলন,  আলফাডাঙ্গা উপজেলার ইসলামী সমমনা দলের মধ্যে বাংলাদেশ জামাতে ইসলাম আলফাডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মুফতি ইবাদত হোসেন ও জমিয়তে ইসলামের দলীয় নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন। 

বক্তারা সকলেই শরীফ ওসমান হাদী'র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি কার্যকর করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন।