আলফাডাঙ্গা প্রতিনিধি প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।
আজ ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৮টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর বাজারে তিনি এ গণসংযোগে অংশ নেন। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন খন্দকার নাসিরুল ইসলাম।
গণসংযোগকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা তুলে ধরে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গণসংযোগ ঘিরে জয়দেবপুর বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর সরাসরি প্রার্থীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।