প্রকাশিত : শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ , রাত ০৮:৪৬।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৫৪

ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী


স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলার সদরপুরের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার এবং এক জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকালে কৃষ্ণপুর এলাকায় দেশীয় অস্ত্র, গুলি, মাদকসহ মো. শেখ সাদি (৩৫) কে গ্রেপ্তার করা হয়। সাদি একই এলাকার মৃত আঃ কাদের শেখের ছেলে। গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে মসজিদের মাইকে মাইকিং করে সে মব সৃষ্টির চেস্টা করে। এ সময় তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুইটি গুলি, একটি খেলনা পিস্তল, ৪২০টি ইয়াবা ট্যাবলেটসহ শেখ সাদিকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সদরপুর থানায় অপরাধীকে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা চলমান রয়েছে।