প্রকাশিত : শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:০৩।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৫৫

আধিপত্যের দ্বন্দ্বে আলফাডাঙ্গায় কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২


আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. সাইফুল সর্দার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিদ্যাধর গ্রামে জুয়েল গ্রুপের লোকজন শরিফুল ইসলাম সরফেজ মেম্বারের পক্ষের সাইফুল সর্দারকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল সর্দার ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রামের হবি সর্দারের ছেলে।

এ ঘটনার জেরে এলাকায় কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। আহত ইসমাইল মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তাৎক্ষণিক অভিযানে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—বিদ্যাধর গ্রামের মৃত সোবহান মিয়ার ছেলে শফিকুল মিয়া (৩৫) ও মৃত শুকুর মিয়ার ছেলে আইব মিয়া (৬০)।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (আলফাডাঙ্গা–বোয়ালমারি–মধুখালী সার্কেল) মো. আজম খান। তিনি জানান, প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।