প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১ জানুয়ারী ২০২৬ , রাত ১১:২৮।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৪৭

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার আশরাফুল আলম মামুন


স্টাফ রিপোর্টার :  রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়, আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও বেদনায় স্তব্ধ হয়ে পড়েছে গোটা জাতি। তাঁর এই শোকাবহ প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার আশরাফুল আলম মামুন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এক শোকবার্তায় খন্দকার আশরাফুল আলম মামুন বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এক অবিচল সংগ্রামী নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো সাহসী ও দৃঢ়চেতা নেতৃত্ব বাংলাদেশ খুব কমই পেয়েছে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, ত্যাগ ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

খন্দকার আশরাফুল আলম মামুন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সবাইকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।