প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৩৩।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৫২

বোয়ালমারীতে নতুন বছর উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামে যুব সমাজের উদ্যোগে নতুন বছর উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মরহুম চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়ার বাড়ি সংলগ্ন খেলার মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় কদমী গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়া দল। টসে জিতে ব্যাট করতে নেমে কদমী দক্ষিণপাড়া দল নির্ধারিত ২০ ওভারে ২৭১ রান সংগ্রহ করে। 

জবাবে কদমী পশ্চিমপাড়া দল দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে জয় ছিনিয়ে নেয় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলকে একটি ব্রিজ এবং রানার্সআপ দলকে ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

খেলায় বহিরাগত খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন টেপ টেনিস ক্রিকেটের জনপ্রিয় খেলোয়াড় কিং রাসেল শুক্কর আলী। তিনি বলেন, গ্রামবাংলার তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের টুর্নামেন্ট মাদক ও অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখতে বড় ভূমিকা রাখে। কদমী গ্রামের আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত। তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব ও শৃঙ্খলা গড়ে তোলে। গ্রাম পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন হলে মেধাবী খেলোয়াড় তৈরি হবে এবং দেশ উপকৃত হবে। যুব সমাজের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত দর্শক মাঠে উপস্থিত হন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।