প্রকাশিত : মঙ্গলবার , ১৩ জানুয়ারী ২০২৬ , রাত ০৮:৫০।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৫২

সালথায় ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ


 সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে চার জুয়াড়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। সোমবার (১২ জানুয়ারি)নভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সালথা উপজেলার নটখোলা গ্রামের মোঃ মন্টু চৌধুরী (৫০), মোঃ নাছির মাতুব্বর (২৭), বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের মোঃ মাহাবুব সিকদার (৫০) ও ময়েনদিয়া গ্রামের মোঃ ফারুক মোল্যা (৪৮)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নটখোলা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জুয়াড়ীকে আটক করা হয়। আটককৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।