প্রকাশিত : মঙ্গলবার , ১৩ জানুয়ারী ২০২৬ , রাত ০৮:৫২।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৫০

সালথায় ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্ভোধন


সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বাংলাদেশের খ্যাতনামা ইলেকট্রনিকস কম্পানি ওয়লটনের এক্সক্লুসিভ শোরুম উদ্ভোধন করেছেন জনপ্রিয় চলচিত্র তারকা আমিন খান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের থানারোডে তামিম ইলেক্ট্রনিক্সে এই এক্সক্লুসিভ শোরুম উদ্ভোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ওয়ালটনের সেলস ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ফিরোজ আলম, ডিভিশন সেলসম্যানেজার জহিরুল ইসলাম জন, তামিম ইলেক্ট্রনিক সালথা বাজার এর সত্ত্বাধিকারী সাহেব মাতুব্বর। এছাড়াও স্থানীয় গণ্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন,

ওয়ালটন কম্পানির স্থানীয় ডিলার ও তামিম ইলেক্ট্রনিক সালথা বাজার এর সত্ত্বাধিকারী সাহেব মাতুব্বর জানান, ওয়ালটন বাংলাদেশের একটি খ্যাতনামা ইলেকট্রনিকস ব্রান্ড। ফরিদপুর জেলার মাঝে এটিই প্রথম এক্সক্লুসিভ শোরুম। ওয়ালটনের গ্রাহকেরা তাদের পছন্দের সকল পণ্য এখান থেকেই সুবিধামত ক্রয় করতে পারবেন।