প্রকাশিত : বুধবার , ১৪ জানুয়ারী ২০২৬ , সকাল ০৯:৩৮।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৪৯

ছাত্রদলের সহযোগিতায় উষ্ণতা পেল সালথার শীতার্ত অসহায় মানুষ


সালথা উপজেলা,(ফরিদপুর): ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে শীতবস্ত্র বিতরণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সালথা উপজেলা শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) পড়ন্ত বিকেলে মোড়হাট ও সিংহপ্রতাপ গ্রামে প্রায় শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. এম. রুবেল রানা,  সদস্য সচিব(স্থগিত)সালথা উপজেলা ছাত্রদলের  মোহাম্মদ তাইজুল ইসলাম(তাজুল), বিপ্লবী যুবনেতা সালথা উপজেলার মোঃ শাহিন মিয়া, ছাত্রনেতা আব্দুল্লাহ মিয়া মানিক, জামির হোসেন, আসিফ মাহমুদ প্রমুখ।

কম্বল বিতরণ শেষে ছাত্রদল নেতারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাবা শামা ওবায়েদকে বিজয়ী করতে শীতার্ত অসহায় মানুষের পাশাপাশি সকল ভোটারের সহযোগিতা প্রয়োজন। তারা আরও বলেন, “শামা ওবায়েদ আপনাদের ভোটে জয়ী হলে এলাকার উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করবেন, ইনশাআল্লাহ।”