প্রকাশিত : মঙ্গলবার , ২০ জানুয়ারী ২০২৬ , রাত ১২:৪৫।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:২৭

ডুমাইনের ভেলা কান্দিতে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা উদ্ধার


স্টাফ রিপোর্টার: মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেলা কান্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি রাত ১১টায় (২৩:০০ ঘণ্টা) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ডুমাইনের ভেলা কান্দি এলাকায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মো বাসির আহমেদ (৩৫), পিতা: মো জমির মোল্লা, গ্রাম: ভেলা কান্দি, ইউনিয়ন: ডুমাইন, থানা: মধুখালী, জেলা: ফরিদপুর—কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।