প্রকাশিত : শুক্রবার , ২৩ জানুয়ারী ২০২৬ , সকাল ১১:০০।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , বিকাল ০৫:৪৬

অপরাধী আমার দলের হলেও তাকে ছাড় দেওয়া হবে না -শামা ওবায়েদ ইসলাম রিংকু


সালথা,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় প্রয়াত বিএনপি নেতা মান্নান মুন্সির কবর জিয়ারত শেষে উঠান বৈঠকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, সালথায় সন্ত্রাস, চাঁদাবাজ, খুনি ও দখলদারদের কোনো ঠাঁই হবে না। অপরাধী আমার দলের হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়ন বিএনপির আয়োজনে, প্রয়াত বিএনপি নেতা মান্নান মুন্সির বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিনুজ্জামান শাহিন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। 

উঠান বৈঠকে শামা ওবায়েদ, প্রয়াত নেতা মান্নান মুন্সির স্মৃতিচারণ করেন এবং দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়নের আশ্বাস দেন। এছাড়াও তিনি আগামীতে ধানের শীষে ভোট চেয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।