প্রকাশিত : শনিবার , ২৪ জানুয়ারী ২০২৬ , সকাল ১০:৪৫।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , সন্ধ্যা ০৭:০১

জমিতে সেচ দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত -১৫, বাড়ি-ঘরে হামলা ভাংচুর


 সালথা (ফরিদপুর)  সালথায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষকারীরা  অন্তত ৫ টি হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা নুরু মাতুব্বরের সঙ্গে বিএনপি নেতা জাহিদ মাতুব্বরের বিরোধ চলে আসছে। জাহিদ ও নুরু বিগত দিনে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা দুই জন বিএনপিতে যোগ দিয়ে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে কয়েক দফা সহিংসতায় জড়িয়েছেন। সহিংসতার ঘটনায় দুই নেতা জেলও খেটেছেন।

জানা যায়, তাদের চলমান বিরোধের মধ্যে বৃহস্পতিবার বিকেলে বালিয়া গ্রামের মাঠে পেঁয়াজের জমিতে পানি সেচ নিয়ে জাহিদ মাতুব্বরের সমর্থক মো. শহীদ মোল্যার সাথে প্রতিপক্ষ নুরু মাতুব্বরের সমর্থক জাহিদ শরীফের হাতাহাতি ও মারামারির ঘটনা হাতাহাতির ঘটনায় সন্ধ্যার পর স্থানীয় শালিস বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরপর বালিয়া বাজারে একপর্যায়ে রাত ৮ টার দিকে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষচলাকালে অন্তত ৫ টি বসতবাড়িতে হামলা ও পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষে উভয়পক্ষেরকমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের কয়েকজন কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে সালথা আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।