প্রকাশিত : শনিবার , ২৪ জানুয়ারী ২০২৬ , সন্ধ্যা ০৭:৩০।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , সন্ধ্যা ০৭:১২

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার


স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বোয়ালমারী উপজেলায় মাদক লেনদেন চলছে। এমন তথ্যের ভিত্তিতে বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মোঃ চয়ন সামাদার (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খায়েরহাট গ্রামের মোঃ আলম সামাদারের ছেলে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধ দমনে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।