প্রকাশিত : রবিবার , ২৫ জানুয়ারী ২০২৬ , রাত ১১:১১।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , সন্ধ্যা ০৭:০৩

ফরিদপুর জেলায় মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলায় মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। সভায় জেলার সার্বিক রাজস্ব আদায় কার্যক্রম, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, চলমান সমস্যা ও করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ জেলার বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ।

সভায় রাজস্ব আদায় জোরদার, ভূমি অফিসের সেবার মান উন্নয়ন এবং জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।