প্রকাশিত : রবিবার , ২৫ জানুয়ারী ২০২৬ , রাত ১১:২০।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , বিকাল ০৫:৪৮

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ফুরসা গ্রামে হাসেম খানের বাড়িতে এ নির্বাচনী প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় চৌধুরী নায়াব ইউসুফ উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচিত হলে এলাকার প্রত্যেক কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবেন, যাতে কৃষকরা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হন এবং সরকারি সুযোগ-সুবিধা সহজে পেতে পারেন। এছাড়াও তিনি অঙ্গীকার করেন, এলাকায় যেসব সড়ক এখনো কাঁচা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পাকা করার উদ্যোগ গ্রহণ করবেন।

চৌধুরী নায়াব ইউসুফ আরও বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর।

এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।