প্রকাশিত : রবিবার , ২৫ জানুয়ারী ২০২৬ , রাত ১১:২৯।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , বিকাল ০৫:৪৬

আলফাডাঙ্গায় ন্যাশনাল ইনসুরেন্স জোনের মাসিক মিটিং অনুষ্ঠিত


আলফাডাঙ্গা প্রতিনিধি : দেশি ও আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত এবং এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসির আলফাডাঙ্গা জোনের ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ‘বি’ কেন্দ্রীকরণ অফিসে এ মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এরিয়া ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা জোনাল অফিসের মনিটরিং ইনচার্জ মোঃ ওয়াসিউজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসির আলফাডাঙ্গা শাখার এজিএম জাহিদুল হক মোল্লা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসির কাশিয়ানী জোন প্রধান মোঃ রওসন ইসলামসহ আলফাডাঙ্গা ‘বি’ কেন্দ্রীকরণ জেলা অফিসের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মিটিংয়ে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, গ্রাহকসেবা আরও গতিশীল করা এবং বীমা সেবার মানোন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।