প্রকাশিত : রবিবার , ২৫ জানুয়ারী ২০২৬ , রাত ১১:৩২।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , বিকাল ০৫:৪৭

দলীয় কোন্দল ভুলে আলফাডাঙ্গায় ঝুনু গ্রুপের একাংশ নাসিরুল ইসলামের পক্ষে মাঠে।


আলফাডাঙ্গা প্রতিনিধি : আলফাডাঙ্গা উপজেলা বিএনপির শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের একাংশের নেতাকর্মীরা দীর্ঘদিনের দলীয় কোন্দল ভুলে ফরিদপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন দিয়ে তার পক্ষে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

শনিবার  আলফাডাঙ্গা উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় নেতাকর্মীরা বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে দল ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, খন্দকার নাসিরুল ইসলাম একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তাকে জয়ী করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হবে।

এ সময় ঝুনু গ্রুপের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী কার্যক্রম জোরদারের অঙ্গীকার করেন।