• ঢাকা
  • শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৭:০১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে বাহারী রকমের পিঠা প্রদর্শনীতে পিঠা উৎসব

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে বাহারী রকমের পিঠা প্রদর্শনীতে পিঠা উৎসব প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: রিদপুরের বোয়ালমারীতে শিশুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসদরের ৯ নম্বর ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে অবস্থিত বার্তা মডেল একাডেমীর আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আশরাফুল আলম মামুন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান, পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করেন এবং শিশুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন।

এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে খন্দকার আশরাফুল আলম মামুনকে বোয়ালমারী প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হওয়ায় বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণ শেষে তিনি বলেন, “শিশুরাই আগামী দিনের নেতৃত্ব। তাদের বিকাশ, সংস্কৃতি ও দেশপ্রেমে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। পিঠা উৎসবের মতো এমন ঐতিহ্যবাহী আয়োজন শিশুদের আনন্দ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উৎসব চলাকালে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পিঠা প্রদর্শন করা হয়, এবং বিচারকদের মূল্যায়নে শ্রেষ্ঠ পিঠা নির্মাতাদের পুরস্কার দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. নুরুল ইসলাম, বার্তা মডেল একাডেমীর প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন, বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জাতীয়

বিনোদন

সারাদেশ

শিক্ষা

স্কুল

শীত

আরও পড়ুন