• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:২১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীর রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়ার ইন্তেকাল

রিপোর্টার : এস এম রুবেল
বোয়ালমারীর রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়ার ইন্তেকাল প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা (সোনা মিয়া) আর নেই। শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হৃদরোগ ও হার্টব্লক নিয়ে গুরুতর অসুস্থ ছিলেন সোনা মিয়া। কয়েকদফা সংকটাপন্ন অবস্থায় পড়লেও সামান্য সুস্থ হলেই তার পরিবার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস— সব প্রস্তুতি থেমে যায় হাসপাতালে শয্যায়ই। চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান না-ফেরার দেশে।

তার মৃত্যুর খবর সম্প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই রুপাপাত ইউনিয়নসহ পুরো বোয়ালমারী জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। সরল-নিরহংকার মানুষের প্রিয় এই জনপ্রতিনিধিকে হারিয়ে গ্রামগঞ্জে শোকের মাতম শুরু হয়।

স্থানীয়দের ভাষ্য, সোনা মিয়া ছিলেন গরিব-দুঃখী মানুষের নির্ভরতার প্রতীক। ব্যক্তিগতভাবে তিনি বিএনপি পরিবারের হলেও জনগণের সেবায় তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতেন।

এমন একজন মানুষের মৃত্যুতে বোয়ালমারীর রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে গভীর শোক। এলাকাবাসী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তিনি মিথ্যা মামলার ভুক্তভোগী হয়ে মানসিকভাবেও চাপে ছিলেন।

তার পরিবার, সহকর্মী এবং হাজারো শুভানুধ্যায়ী এই মানবিক জনপ্রতিনিধির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

জাতীয়

স্বাস্থ্য

সারাদেশ

লাইফস্টাইল

বাংলাদেশ

আরও পড়ুন