• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:১৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরের বোয়ালমারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার উত্তর বোয়ালমারী (সাতৈর), ঘোষপুর, ময়না, দাদপুর ও বোয়ালমারী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাতৈর ইউনিয়নের রেলস্টেশন এলাকার ফুটবল মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এবং ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল,

জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতীক। তাঁর সুস্থতা শুধু একটি দলের নয়, বরং সমগ্র দেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা।”

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাতৈর শাহী জামে মসজিদের পেশ ইমাম।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন