প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও আদর্শ কৃষক মো. কামরুল শেখকে ফাঁসাতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপতথ্য ছড়িয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।
জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর কদমতলা এলাকায় কামরুল শেখের চাউলকল (মিলঘর) প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি শেষে কোনো ধরনের অবৈধ দ্রব্য বা অপরাধের আলামত না পাওয়ায় প্রশাসন সসম্মানে স্থান ত্যাগ করে। এ ঘটনায় মানববন্ধনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে এই হয়রানির ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
রোববার বিকেলে লক্ষ্মীপুর কদমতলা বাজারে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মো. কামরুল শেখ একজন পরিশ্রমী ও সৎ কৃষক। তার মালিকানায় প্রায় পাঁচটি পানি সেচের মেশিন, পাওয়ার টিলার, ট্রাক্টরসহ একটি চাউলকল রয়েছে। তিনি সারাবছর কৃষিকাজ ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন। রাজনৈতিকভাবে তিনি বিএনপির সঙ্গে জড়িত থাকায় একটি কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় করতে ও মিথ্যা মামলায় ফাঁসাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরীহ ও সৎ মানুষের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের কোষাধ্যক্ষ এনামুল ঠাকুর, বোয়ালমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আক্কাস শেখ, বোয়ালমারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতিয়ার মোল্যা, সাধারণ সম্পাদক ও সাবেক সেনাসদস্য মো. আব্দুর রহমান শেখ, যুবদল নেতা মো. ফারুক মোল্লা, ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক ঠাকুর, কুবাদ ঠাকুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।