• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:৩৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে আমিনা মামুন ফাউন্ডেশন— খন্দকার আশরাফুল আলম মামুন

রিপোর্টার : আহসান হাবীব
অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে আমিনা মামুন ফাউন্ডেশন— খন্দকার আশরাফুল আলম মামুন প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সব সময় কাজ করে যাবে আমিনা মামুন ফাউন্ডেশন—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার আশরাফুল আলম মামুন। তিনি বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি।”

শুক্রবার  দুপুরে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে এক অসহায় নারী হেলেনার নতুন ঘরে ওঠা উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

জানা যায়, হেলেনা দীর্ঘদিন ধরে তার মাকে নিয়ে একটি জরাজীর্ণ ছাপড়া ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি আরবিটি নিউজের মাধ্যমে জানতে পেরে আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার আশরাফুল আলম মামুন নিজ উদ্যোগে ও নিজ অর্থায়ণে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে একটি নতুন টিনের ঘর নির্মাণ করে দেন। নতুন ঘরে ওঠার আগে সেখানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আশরাফুল আলম মামুন। এ সময় বাইখীর চৌরাস্তা জামে মসজিদের মুসল্লিগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া শেষে আবেগাপ্লুত কণ্ঠে হেলেনা বলেন, “আমি আর আমার মা একটি ভাঙাচোরা ঘরে থাকতাম। আমিনা মামুন ফাউন্ডেশনের মালিক খন্দকার আশরাফুল আলম মামুন স্যার আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।”

স্থানীয়রা আমিনা মামুন ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন