প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার : নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ভোরে সরকারি কলেজ সংলগ্ন গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এতে উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সকাল ১০টায় উপজেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ (প্যারেড গ্রাউন্ড) ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কৃষিবিদ আলভীর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার আহ্বান জানানো হয়।