প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের পাঁচ দিন পর আয়েশা (৬) নামে এক শিশুর নিথর দেহ উদ্ধার করেছে তার পরিবার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার চতুল ইউনিয়নের চতুল দক্ষিণপাড়া গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত আয়েশা ওই গ্রামের বাসিন্দা শিক্ষক খায়রুল শেখের মেয়ে। গত শুক্রবার জুমার নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন খায়রুল শেখ। এ সময় তার স্ত্রী সুমি বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ওই সুযোগে শিশু আয়েশা বাড়ির অদূরে চলে যায় এবং কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করলেও আয়েশার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পাঁচ দিন পর হঠাৎ মঙ্গলবার সকালে পরিবারের নিজস্ব পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে ওঠে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে জানালে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন বাবা-মাসহ স্বজনরা।
মঙ্গলবার দুপুরে স্থানীয় দারুল কোরআন কওমী মাদ্রাসা প্রাঙ্গণে শিশুটির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে ছোলনা কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।