• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:১৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

হাদি হত্যা বিচারের দাবিতে বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও দোয়া

রিপোর্টার :
হাদি হত্যা বিচারের দাবিতে বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও দোয়া প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের মহা নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, গত শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে হত্যা করে আমাদের প্রিয় নেতা শরীফ ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত তিনি মৃত্যুবরণ করেন। তাঁর এই শাহাদাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আমাদের হৃদয়ে চিরকাল মাথার মুকুট হয়ে বেঁচে থাকবেন।

বক্তারা আরও বলেন, শহীদ হাদির আদর্শ বুকে ধারণ করে আগামীর রাজনীতি গড়ে তুলতে হবে। একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

এ সময় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ নিয়ামুল হাসান, ব্যবসায়ী ওলিউর রহমান রাসেলসহ সাধারণ ছাত্র-জনতার প্রতিনিধিরা।

বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের সাধারণ ছাত্র-জনতা ও জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষপর্যায়ে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জাতীয়

সারাদেশ

ধর্ম

আরও পড়ুন