• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:১৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে প্রান্তিক জনগোষ্ঠীর ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে প্রান্তিক জনগোষ্ঠীর ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত দক্ষিণপাড়া গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে মাস্টার মোশারফ হোসেন ফাউন্ডেশন।

মাস্টার মোশারফ হোসেন ও তার বড় পুত্র জাকির হোসেন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৫০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঢাকা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রেসক্রিপশন প্রদান করেন। পরে সেই প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চশমা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মাস্টার মোশারফ হোসেন ফাউন্ডেশনের সভাপতি এবং সহ-সভাপতি বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটি (মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এফ. এম. সেলিম হোসেন নিলু।

সেবা গ্রহণকারীরা জানান, প্রত্যন্ত প্রান্তিক এলাকায় ঢাকার চিকিৎসকদের এনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ। তারা বলেন, “আমাদের মতো অসহায় মানুষের জন্য এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। আন্তরিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।”

সেবা গ্রহীতারা মাস্টার মোশারফ হোসেন ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জাতীয়

সারাদেশ

স্বাস্থ্য পরামর্শ

আরও পড়ুন