• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:১৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গট্টি ইউনিয়নে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল

রিপোর্টার : মো. নাজমুল হাচান
গট্টি ইউনিয়নে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল প্রিন্ট ভিউ

সালথা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে বালিয়া বাজার চত্বরে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের আয়োজনে ছিলেন গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোঃ নুর উদ্দিন মাতুব্বর। তিনি বলেন, “গট্টি ইউনিয়নবাসী সবসময় গণতন্ত্র ও দেশপ্রেমে বিশ্বাসী। আজকের এই আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করেছে।”

মিছিলে অংশগ্রহণকারীদের অনুভূতি বালিয়া বাজারসহ আশপাশের গ্রামগুলো থেকে বহু মানুষ হাতে ব্যানার–প্ল্যাকার্ড নিয়ে মিছিলে যোগ দেন। অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়—এটি স্থানীয় মানুষের অনুভূতির প্রকাশ ও একতা ধরে রাখার প্রত্যয়।

এক স্থানীয় যুবক বলেন,“আমরা শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছি। এলাকায় ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় থাকুক—এটাই প্রত্যাশা।”

শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্তি মিছিল কেন্দ্রিক এলাকা জুড়ে সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবীরা দায়িত্বপালন করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও গট্টি ইউনিয়নে সামাজিক–রাজনৈতিক সচেতনতা ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করতে এমন আরও কার্যক্রম নেওয়ার পরিকল্পনা রয়েছে।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন