• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:১৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কয়ড়া কালীবাড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও হিন্দু সমাবেশ

রিপোর্টার : শফিকুল ইসলাম নাগর
কয়ড়া কালীবাড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও হিন্দু সমাবেশ প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : কয়ড়াফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী কয়ড়া কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। আবেগঘন কণ্ঠে তিনি বলেন,

“আমি জীবনে কখনো কান্না করিনি। কিন্তু আমার মায়ের মৃত্যুতে ও দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে-এই দুই শোক আমাকে ভেঙে দিয়েছে। আমি অঝোরে কেঁদেছি। সারাজীবন আমাদের নেত্রী দেশ ও দেশের মানুষের কথা ভেবেছেন। অথচ গত ১৭ বছর ধরে তাঁর ওপর যে নির্যাতন, হামলা ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা ছিল সম্পূর্ণ অমানবিক।”

তিনি আরও বলেন, “গত ৩০ ডিসেম্বর মহান আল্লাহ আমাদের এতিম করে তাঁকে নিজের কাছে ডেকে নিয়েছেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।”

এ সময় উপস্থিত হিন্দুধর্মাবলম্বীদের কাছে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করার আহ্বান জানান তিনি।

কয়ড়া কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি ও হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি সুবাস সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্যামল সাহা, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, অ্যাডভোকেট মানিক মজুমদার, রূপালী ব্যাংকের সাবেক জিএম অশোক সিং রায়, ডা. সুমন রায়, মিন্টু দাস বিপ্লব পাল অমিত সাহা, সমর কন্ডুসহ আরও অনেকে।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক হিন্দুধর্মাবলম্বী নারী-পুরুষ সমাবেশে উপস্থিত থেকে প্রার্থনায় অংশ নেন।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন