• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:১৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

রিপোর্টার : মো. নাজমুল হাচান
জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার প্রিন্ট ভিউ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির কাছে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন সম্পূর্ণের  সহযোগিতা চাইলেন পুলিশ সুপার। এ সময় তিনি নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

বুধবার সকালে পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা গণমাধ্যমে কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে,  মাদক নির্মূলসহ সকল কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
এ সময় পুলিশের সকল ইতিবাচক কাজে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী।
সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম (প্রশাশন ও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন, কোতোয়ালি থানার ওসি  শহিদুল ইসলাম, খট্রাফিক ইন্সপেক্টর টি আই খুরশেদ আলম, ডিআইও১ মোশাররফ হোসেন সহ প্রেসক্লাব এর নোবেল নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন