• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:১৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীর ডোবরা জনতা জুট মিলের নিহত তিন শ্রমিকের জানাজা সম্পন্ন

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীর ডোবরা জনতা জুট মিলের নিহত তিন শ্রমিকের জানাজা সম্পন্ন প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারীর ডোবরা এলাকায় অবস্থিত জনতা জুট মিলের নিহত তিন শ্রমিকের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন নিহতদের স্বজন, সহকর্মী, স্থানীয় মুসল্লি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে তাঁদের স্থানীয় একটি মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।

জানাজার সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না আর সহকর্মীদের নির্বাক চোখে ফুটে ওঠে এক হৃদয়বিদারক দৃশ্য।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই নিয়ম-নীতি উপেক্ষা করে অভিজ্ঞতাহীন চালকদের দিয়ে শ্রমিক পরিবহন করানো হচ্ছে, যা দিন দিন ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।

জানাজা শেষে উপস্থিত বক্তারা শ্রমিক পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করা, অদক্ষ চালক নিয়োগ বন্ধ করা এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

জাতীয়

সারাদেশ

মৃত্যু

সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন