• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ০৮:৪৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সালথায় ধর্ষণে প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তসত্তা: আটক-১

রিপোর্টার : মো. নাজমুল হাচান
সালথায় ধর্ষণে প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তসত্তা: আটক-১ প্রিন্ট ভিউ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ূম মোল্যা নামের একজনকে আটক করেছে সালথা থানা পুলিশ। ধর্ষণের কারণে মানসিক প্রতিবন্ধী ঐ নারী বর্তমানে ৬ মাসের অন্তসত্তা। শনিবার (১৭) জানুয়ারি উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া সাধারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাইয়ুম মোল্যা স্থানীয় রোকন মোল্যার পুত্র এবং দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২৫ তারিখে মানসিক প্রতিবন্ধী এক নারীকে লম্পট কাইয়ুম মোল্যা তার বাড়ির পাশে পুকুর পাড়ে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষণের পর ঐ নারীকে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এরপর প্রতিবন্ধী ঐ নারীর শারীরিক পরিবর্তন দেখা দিলে জিজ্ঞাবাদে সে কাইয়ুম মোল্যার কথা জানায়। ঘটনা শুনে ঐ নারীর পরিবার থানায় এজাহার দিলে পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বর্তমানে প্রতিবন্ধী ঐ নারী ৬ মাসের অন্তসত্তা। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সালথা থানারর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো বাবুলুর রহমান খান জানান, মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ুম মোল্যা নামের একজন কে আটক করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

জাতীয়

সারাদেশ

মৃত্যু

ধর্ষন

আরও পড়ুন