• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ১০:১৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আফ্রিকা যুবদলের সাধারণ সম্পাদক দেশে ফেরাতে বোয়ালমারী যুবদল ও ছাত্রদল ফুল দিয়ে বরণ করে নিলেন

রিপোর্টার : শারমিন আক্তার
আফ্রিকা যুবদলের সাধারণ সম্পাদক দেশে ফেরাতে বোয়ালমারী যুবদল ও ছাত্রদল ফুল দিয়ে বরণ করে নিলেন প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন সুদূর আফ্রিকায় প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন বোয়ালমারী উপজেলা বিএনপির সদস্য ও আফ্রিকা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন। শনিবার বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে নিজ গ্রাম বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের চুকিনগর গ্রামের বাড়িতে পৌঁছান।

এর আগে বোয়ালমারীতে পৌছালে উপজেলা ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা প্রবাসী নেতা শহিদুল ইসলাম খোকনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, জামালসহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, “দীর্ঘ প্রবাস জীবনে থেকেও শহিদুল ইসলাম খোকন দল ও দেশের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। বিদেশের মাটিতে থেকেও তিনি বিএনপি ও যুবদলের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মতো ত্যাগী ও সাহসী নেতার দেশে ফেরা বোয়ালমারীর রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।”

বক্তারা আরও বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহিদুল ইসলাম খোকনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা যুবদলকে আরও শক্তিশালী করবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি অতীতের মতো সামনেও সক্রিয় ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”

এ সময় শহিদুল ইসলাম খোকন বলেন, “প্রবাসে থেকেও দেশের মাটি ও দলের কথা এক মুহূর্তের জন্য ভুলিনি। নেতাকর্মীদের ভালোবাসা আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ, বোয়ালমারীতে বিএনপি ও যুবদলকে সুসংগঠিত করতে সর্বাত্মকভাবে কাজ করে যাব।”

দেশে ফেরায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জাতীয়

রাজনীতি

আন্তর্জাতিক

আরও পড়ুন