• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ০৮:৪৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

যৌথবাহিনীর বিশেষ অভিযানে বোয়ালমারীর কামারগ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার : শারমিন আক্তার
যৌথবাহিনীর বিশেষ অভিযানে বোয়ালমারীর কামারগ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যৌথবাহিনীর তৎপরতায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা যায়, ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকায় ৯ পদাতিক ডিভিশনের, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক লেনদেনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তির নাম ডি.জে. মাহফুজ (৩২)। এ সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বোয়ালমারী এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

যৌথবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানের ফলে মাদক কারবারিদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে, যা সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন