প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ ছোলনা এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও মজুদের বিরুদ্ধে যৌথবাহিনী ও প্রশাসনের বিশেষ অভিযানে একটি অবৈধ খাদ্য কারখানা ও গুদাম সিলগালা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ০০ মিনিটে ৯ পদাতিক ডিভিশনের, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দক্ষিণ ছোলনা এলাকায় অবস্থিত একটি খাদ্য কারখানা ও গুদামে অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, কারখানাটি সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করছিল। একই সঙ্গে নামকরা বিভিন্ন কোম্পানির প্যাকেট ও লোগো নকল করে ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজাল খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বাহারুল ইসলামকে (৪৫) নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি ভেজাল ও নিম্নমানের ফুডগ্রেড সম্পন্ন আচার ও খাদ্যদ্রব্য উৎপাদনকারী উক্ত কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
যৌথবাহিনী ও প্রশাসনের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের ভেজাল খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানের মাধ্যমে এসব অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে যা জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে।
এ সময় যৌথবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
পরবর্তীতে অভিযানের সকল আইনগত কার্যক্রম নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যমান খাদ্য নিরাপত্তা ও ভেজালবিরোধী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।