• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২২ জানুয়ারী ২০২৬ , রাত ০৮:৪৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ফরিদপুর-১ আসনে রাজনৈতিক চমক বাংলাশেদ কংগ্রেসের প্রার্থী খালেদ বীন নাছের বিএনপিতে যোগদান

রিপোর্টার : শফিকুল ইসলাম নাগর
ফরিদপুর-১ আসনে রাজনৈতিক চমক  বাংলাশেদ কংগ্রেসের প্রার্থী খালেদ বীন নাছের বিএনপিতে যোগদান প্রিন্ট ভিউ

বোয়ালমারী(ফরিদপুর)প্রতিনিধি :ফরিদপুর-১( বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে। বাংলাশেদ কংগ্রেসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ খালেদ বীন নাছের তার অনুসারীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি ) বিকেলে বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় খালেদ বীন নাছেরসহ তার অনুসারীরা একযোগে ঘোষণা দেন—আগামী নির্বাচনে তারা বিএনপির মনোনীত প্রার্থী খন্দোকার নাসিরুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীকের কাজ করবেন। তবে এসময় তিনি অন্য জেলায় ওয়াজ করতে যাওয়ার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে তিন মোবাইলে এ ঘোষণ দেন।

উল্লেখ্য, মুহাম্মদ খালেদ বীন নাছের ডোবরা দরবার শরীফের পীরজাদা হিসেবে এলাকায় ধর্মীয় ও সামাজিকভাবে পরিচিত একটি নাম। তার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থানীয় নেতারা বলেন, “খালেদ বীন নাছেরের মতো একজন প্রভাবশালী ব্যক্তির যোগদানে ধানের শীষের আন্দোলন আরও শক্তিশালী হবে। সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছাবে।”

এ সময় খালেদ বীন নাছেরের অনুসারীরা বলেন, “দেশ ও মানুষের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে হুজুরসহ আমারা তার অনুসারীরা বিএনপির সঙ্গে একাত্ম হয়ে খন্দোকার নাসিরুল ইসলামের বিজয়ের জন্য কাজ করবো।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদান ফরিদপুর-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন