প্রিন্ট ভিউ
সালথা প্রতিনিধি : গরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন বাজারে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য পথনির্দেশক।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান ও আশরাফ আলী মুন্সী, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, যুবদল নেতা তৈয়াবুর রহমান, সালাউদ্দীন কবির, খোকন ও সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।