প্রিন্ট ভিউ
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে এসে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন। পরে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইউনূসের ভাষণ প্রচার করা হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মিজ লামিয়া মোরশেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মিজ মাহবুবা ফারজানা, পুলিশ সুপার নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের স্বাধীন মতামত প্রকাশের সুযোগ পাবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও সিসি ক্যামেরা থাকবে।
বক্তারা আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।