প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার অন্তগর্ত খায়ের হাঠ শিকদার পাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি রাত ০১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আলফাডাঙ্গা উপজেলার খায়ের হাঠ শিকদার পাড়ায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোঃ আলাল শিকদার (২৭) পিতা: মরহুম সেকেন্ড শিকদার, গ্রাম: খায়েরহাঠ শিকদার পাড়া, থানা: আলফাডাঙ্গা, জেলা:ফরিদপুর এবং মোঃ ইসরাফিল শিকদার (২৮), পিতা: লিয়াকত শিকদার, খায়ের হাঠ শিকদার পাড়া, থানা: আলফাডাঙ্গা, জেলা: ফরিদপুর কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
আটক আসামিদেরকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।