• ঢাকা
  • মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , বিকাল ০৪:১৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

রিপোর্টার : সাদিয়া আক্তার
সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক প্রিন্ট ভিউ

সালথা (ফরিদপুর)  প্রতিনিধি : ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া এলাকায় কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হিরা মনি স্থানীয় খারদিয়া ছয়আনি গুচ্ছ গ্রামের চুন্নু মোল্যার স্ত্রী। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী চুন্নু মোল্যা বর্তমানে পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান,  চুন্নু মোল্যার স্ত্রী হিরা মনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। এরপর হাসপাতাল থেকে অটোভ্যানে করে খারদিয়া গুচ্ছ গ্রামের বাড়িতে নেওয়ার পথে চুন্নু স্ত্রীর লাশ কলা বাগানে ফেলে পালিয়ে যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে, তাকে আটকের জন্য কাজ করছে পুলিশ। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

জাতীয়

সারাদেশ

মৃত্যু

আরও পড়ুন