• ঢাকা
  • মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , বিকাল ০৫:৪৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আজ সৌদির ফ্লাইট, তবে জীবনের ফ্লাইট থেকে চির বিদায় নিলেন কাবিল

রিপোর্টার : শারমিন আক্তার
আজ সৌদির ফ্লাইট, তবে জীবনের ফ্লাইট থেকে চির বিদায় নিলেন কাবিল প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার : আজ রোববার ছিল সৌদি আরবগামী ফ্লাইট। প্রবাস জীবনের নতুন স্বপ্ন, পরিবারের মুখে হাসি ফোটানোর প্রস্তুতি-সবই ছিল প্রায় সম্পন্ন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জীবনের ফ্লাইট থেকেই চিরবিদায় নিলেন ব্যবসায়ী কাবিল শেখ (৩২)।

শনিবার (২৪ জানুয়ারি) আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের নিজ বাড়ির গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত কাবিল শেখ ওই গ্রামের শামসেল শেখের ছেলে। রেখে গেলেন চার বছর বয়সী এক ছেলে ও মাত্র তিন মাসের এক নিষ্পাপ কন্যাশিশু। যারা কোনো দিনই আর বাবার হাতে ভর করে হাঁটতে পারবে না।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে স্ত্রী মোছা. ফাতেমা বেগমের কাছ থেকে একটি শ্যাম্পু ও ওড়না নিয়ে গোসলের কথা বলে ঘর থেকে বের হন কাবিল। দীর্ঘ দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিন মাস বয়সী মেয়ের শুকনা কাপড় আনতে গিয়ে গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় কাবিলকে দেখতে পান তার স্ত্রী।

স্বামীর নিথর দেহ দেখে চিৎকারে ভেঙে পড়ে ফাতেমা বেগম। তার আর্তচিৎকারে ছুটে আসে বাড়ির লোকজন। দ্রুত রশি কেটে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুপাতো ভাই কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কাবিলের সৌদি যাওয়ার টিকিট কাটা ছিল। পরিবারকে ভালো রাখার স্বপ্ন ছিল তার। কী এমন কষ্ট সে মনে পুষে রেখেছিল-আমরা কেউ বুঝে উঠতে পারিনি।”

ঘটনার পর থেকেই নিহতের বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। আনন্দের প্রস্তুতির জায়গায় এখন শুধু হাহাকার আর নিঃস্বতা। আগামীকাল যে ফ্লাইটে সৌদি যাওয়ার কথা ছিল, সেই ফ্লাইট আর ধরা হলো না—চিরতরে থেমে গেল কাবিল শেখের জীবনের সব স্বপ্ন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, ” খবর বোয়ালমারী পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। যেহেতু তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা তাই তার লাশ আলফাডাঙ্গা থানায় পাঠানো হবে। পরে তারা যে ব্যবস্থা নেয় নিবে।”

জাতীয়

সারাদেশ

মৃত্যু

আরও পড়ুন