• ঢাকা
  • মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬ , বিকাল ০৫:৪৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পঞ্চগড়ে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত নকল মোড়কে চা বিক্রির দায়ে ১ মাসের কারাদণ্ড, বিপুল পরিমাণ চা জব্দ

রিপোর্টার : মনজু হোসেন
পঞ্চগড়ে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত  নকল মোড়কে চা বিক্রির দায়ে ১ মাসের কারাদণ্ড, বিপুল পরিমাণ চা জব্দ প্রিন্ট ভিউ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল মোড়কে চা মোড়কজাত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ চা ও সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) জেলার তেঁতুলিয়া উপজেলার “হোটেল বড়বিল্লা অ্যান্ড কাঁচা পাতা চা হাউস” নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বাংলাদেশ চা বোর্ডের **“বাংলাদেশ টি”**সহ দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক নকল করে অবৈধভাবে চা মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোঃ হাফিজুর রহমানকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমান আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৪৫ কেজি ব্ল্যাক টি, ৭ কেজি গ্রিন টি, ১২ কেজি নকল খালি চা প্যাকেট, একটি সিলার মেশিন ও একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।

অবৈধ চা ব্যবসা, চা খাতে অনিয়ম দমন এবং সরকারের রাজস্ব ফাঁকি প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড় জেলার বিভিন্ন চা ব্যবসা প্রতিষ্ঠান ও বটলিফ চা কারখানায় দিনব্যাপী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা বোর্ডের উপসচিব মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন বলেন,

“চা বোর্ডের লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ‘বাংলাদেশ টি’সহ বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোড়ক নকল করে অসাধু ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে চা বিক্রি করছে। এসব অনিয়ম রোধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

অভিযানকালে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াছমিন পারভীন তিবরীজি, উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা দিদারুল মওলা, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, জনসংযোগ কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান এবং তেঁতুলিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন